হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ১৮, ৩ ড্রেজার জব্দ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটুরিয়া ও দাশকান্দি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওরের মোশারফ হোসেন (৪৪), টাঙ্গাইলের নাগরপুরের মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২); রাজবাড়ীর টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬); নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮); মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮); পটুয়াখালীর গলাচিপা এলাকার নুরুজ্জামান (৩৫), ভোলার মো. হোসেন (২৩), আ. রহিম (৫২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সুজন চক্রবর্তী (৪৮)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি