হোম > সারা দেশ > সাতক্ষীরা

দালালের উপদ্রব রোধে দুদকের অভিযান, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।

এ সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় এক দালালকে আটক করা হয়। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য ওই টাকা নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুর রহমান শুভ্র। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ে দালালের উপদ্রব বেড়েছে—এমন খবর পেয়ে তাঁরা অনুসন্ধান করতে থাকেন। পরে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালান। এ সময় টাকা নেওয়ার সময় দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরে তাঁকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মাহাবুর।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা