হোম > সারা দেশ > খুলনা

 ৩ বছর পর চালু দর্শনা-গেদে ইমিগ্রেশন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রায় তিন বছর পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে (ভারতীয় অংশ) ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এই পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। গত বৃহস্পতিবার থেকে চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে। 

চেকপোস্ট খুলে দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম। তিনি বলেন, ‘দর্শনা-গেদে সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। আমরা দর্শনা জয়নগর ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’ 

ইমিগ্রেশন ইনচার্জ জানান, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রাখা হয়। মাঝের দিকে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলেও ২০২১ সালের ৫ ডিসেম্বর থেকে তাও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথে ভারতীয়রা চলাচল করতে পারলেও বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেননি। তবে এ বন্দর দিয়ে রেলপথে মালামাল আমদানি চালু ছিল। 

এ দিকে দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট খোলায় আনন্দিত এই রুটে নিয়মিত যাতায়াতকারীরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় বলেন, ‘দর্শনা আন্তর্জাতিক বন্দর দিয়ে সড়ক পথে ভিসা দেওয়া শুরু হয়েছে। যার ফলে এ রুট দিয়ে এখন বৈধভাবে যাত্রী যাতায়াত করতে পারবেন। এর ফলে কষ্ট কমল প্রায় ১৫-২০ জেলার মানুষের। হাজার হাজার যাত্রী আসা যাওয়ায় দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে।’ 

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, ‘এই চেকপোস্ট দিয়ে সরকারের প্রচুর রাজস্ব আয় হয়। চেকপোস্টটির কারণে সরকারের পাশাপাশি জনগণও লাভবান হয়। আমরা বেশ খুশি, দীর্ঘদিন পর চেকপোস্টটি চালু করার জন্য।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি