হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩৪ জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে একটি কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে জড়ো হন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়া কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, এবার ফকিরহাটে এইচএসসি, দাখিল ও কারিগরি শাখা মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮০ জন। তবে প্রথম দিন যশোর বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মজিদ প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় পাঁচ কেন্দ্রে মোট ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার প্রাচীনতম কাজি আজহার আলি কলেজে ৭৫০ জন, সরকারি ফকিরহাট মহিলা কলেজে এইচএসসি ২৮২ জন ও কারিগরি শাখায় ২৩৪ জন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৯৪ জন ও আলহেরা মাদ্রাসায় আলিম কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার্থীরা বোর্ডের স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সাবান পানিতে হাত ধুয়ে ও মাস্ক পরে প্রবেশ করছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা