বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী আব্দুল্লা আল মামুন জানান, ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে একটি গ্যাসের সিলিন্ডারবোঝাই ঢাকাগামী ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাটাখালীগামী মোটরসাইকেলচালককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান।
মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী হাসান জানান, ঘটনাস্থলে নিহত মোটরসাইকেলচালকের থেঁতলে যাওয়া মৃতদেহ পেয়েছি। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।