হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বিয়ে বন্ধ 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় এক কিশোরীর বিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার মা-বাবার কাছ থেকে আজ সোমবার সকালে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।

বিয়ে বন্ধ করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার খলিলনগর গ্রামের এক কিশোরীর (১৩) সঙ্গে গঙ্গারামপুর গ্রামের অপ্রাপ্ত বয়স্ক তরুণের (২০) বাল্যবিবাহের খবর পেয়ে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদেরকে বিয়ে-বাড়িতে পাঠানো হয়। খবর পেয়ে ওই তরুণ বিয়ে বাড়িতে না এসে সটকে পড়েন। এ সময় তাদেরকে আজ সকালে ইউএনওর কার্যালয়ে আসতে বলা হয়। 

আজ সকালে ইউএনও আফিয়া শারমিন এই বাল্যবিবাহ বন্ধ করেন। ওই কিশোরীকে মা-বাবার হেফাজতে দিয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার কথা বলা হয়। এ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয় বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা