হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ৩ দিন পর থানায় মামলা, আসামি অজ্ঞাত

ঝিনাইদহ প্রতিনিধি

আজ শুক্রবার রাত ৯টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার তিন দিন পর থানায় মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম এশা।

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। ওসি বলেন, ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মাসুম খান বলেন, ঘটনার পরদিন শনিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে তিনজনের ময়নাতদন্ত হয়। এরপর সন্ধ্যার দিকে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডার হানিফ (৫৬), তাঁর শ্যালক লিটন হোসেন (৩৬), রাইসুল ইসলামসহ (২৮) তিনজনকে গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি