হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় এক ওয়ার্ডে সদস্য পদের ভোট স্থগিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। যাচাই-বাছাইয়ে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হওয়ায় হাইকোর্টে মামলা করেছিলেন সাধারণ সদস্য প্রার্থী মো. জামাল আহমেদ।

সকল প্রস্তুতি শেষ হওয়ার পর নির্বাচনের আগেরদিন আজ রোববার ভোটগ্রহণ স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন অন্য চার প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, জামাল আহমেদ ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু এই ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁর কোনো নাম নেই। পরে যাচাই-বাছাইয়ে নির্বাচন অফিস থেকে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তিনি সবাইকে হয়রানি করতে মামলাটি করেছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার জানান, ধানসাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জামাল আহমেদ নামের একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি হাইকোর্টে মামলা করেন। এ কারণে নির্বাচন কমিশনের এক পত্রের মাধ্যমে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। 
 
নির্বাচন কর্মকর্তা আরও জানান, আগামীকাল সোমবার শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ডের ৪১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র ধানসাগর ইউনিয়নেই চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বাকি তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে একজন জুডিশিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‍্যাব, পুলিশসহ আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। আশা করি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা