হোম > সারা দেশ > বাগেরহাট

পানির অভাবে আমন চাষ করতে পারছেন না শরণখোলার কৃষকেরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

খরা ও অনাবৃষ্টির কারণে আমন মৌসুমের শেষের দিক আসলেও পানির অভাবে চাষাবাদ করতে পারছে না বাগেরহাটের শরণখোলা উপজেলার কৃষকেরা। বীজতলায় ধানের চারাও নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক চাষিরা।

উপজেলার সাউথখালী ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্যেষ্ঠ-আষাঢ়ে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠে পানি জমেনি। ফলে আমনের বীজতলার মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে বিবর্ণ হয়ে গেছে ধানের চারা। পানি না থাকায় জমিতে লাঙল দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার এরূপ পরিস্থিতি চলতে থাকলে এ বছর আমন উৎপন্ন হওয়া সম্ভব নয় বলে জানান কৃষকেরা।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা আজকের পত্রিকাকে জানান, পানির অভাবে গ্রামের মাঠ গুলো শুকিয়ে গেছে। ফলে কৃষকেরা জমিতে চাষ করতে পারছে না। তাঁদের আগাম তৈরি বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছর শরণখোলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ জন্য চারটি ইউনিয়নে ৬৫৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। অনাবৃষ্টির কারণে চাষাবাদ বিলম্বিত হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে আমন চাষে তেমন বিরূপ প্রভাব পড়বে না। পানির অভাবে প্রায় ২০ ভাগ জমির আমন চাষ বাধাগ্রস্ত হচ্ছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা