হোম > সারা দেশ > সাতক্ষীরা

লন্ডনে থেকেও নাশকতা মামলার আসামি প্রবাসী বিএনপি নেতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা। 

পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন। 

মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন। 

এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা