হোম > সারা দেশ > মাগুরা

ভারত ফেরত ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

প্রতিনিধি

মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।

ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা