হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে বাসের ধাক্কায় মিল্ক ভিটার কর্মী নিহত, আহত ১ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আবুল কালাম শেখ (৩৬) নামের এক ব্যক্তি। তিনি মিল্ক ভিটার কর্মী ছিলেন। এঘটনায় আহত হয়েছেন মিলন শিকদার (৩৫) নামের একজন। 

আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। নিহত আবুল কালাম শেখ গোপালগঞ্জ জেলার ব্যাংকপাড়া এলাকার মুনসুর শেখের ছেলে এবং আহত মিলন শিকদার একই জেলার মোহাম্মদ পাড়ার নাজির শিকদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী জামাল শেখ ও নিহতের ভাই মন্টু শেখ জানান, টেকেরহাট শাখার দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি মিল্ক ভিটার কর্মী আবুল কালাম শেখ মোটরসাইকেলে করে প্রতিবেশীকে নিয়ে খুলনা যাচ্ছিলেন। ফকিরহাটের ব্র্যাক মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আবুল কালাম শেখকে মৃত ঘোষণা করেন। আরোহী মিলন শিকদার গুরুতর আহত হওয়ায় তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় দাস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে পৌঁছানোর আগেই একজন মারা গেছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। অপর ব্যক্তির পা ভেঙে গিয়েছে এবং মাথায় ও বুকে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ হাসপাতালে রেফার করা হয়েছে। 
 
মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের কেউ বলতে পারছে না বাসটি কোন কোম্পানির। আমরা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার