হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় দোকান ও জমি নিয়ে বিরোধে ৮ জন আহত

শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রবিবার রাতে ও সোমবার দুপুরে দোকান ও জমি নিয়ে পৃথক বিরোধে ৮জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল  ও ১ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপার  হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ও  ত্রিবেনী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে এ দুই ঘটনা ঘটে।

হাকিমপুর গ্রামের বাসিন্দা আরব আলী লস্কর জানান, শনিবার শৈলকুপা বাজারে কাচামালের দোকান বসানোকে কেন্দ্র করে হাকিমপুর গ্রামের সেলিম লস্করের ছেলে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের সাথে একই গ্রামের শাহিন,রফিকুল ও  আশিকের বাক-বিতন্ডার হয় । এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে হাকিমপুর বাজারে প্রতিপক্ষরা সেলিম লস্কর(৬০) ও তার দুই ছেলেসহ  ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন স্থানীয়  চিকিৎসক।

এদিকে সোমবার দুপুরে ১নং ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধে তাইজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় তাইজুল শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহাদৎ শেখকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর ও শিতালীডাঙ্গা গ্রামে দোকান ও জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় কয়েকজন  আহত হয়েছেন । এ দুই  ঘটনায় পৃথক মামলা দায়ের হবে বলে  জানান তিনি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা