হোম > সারা দেশ > সাতক্ষীরা

কৃষ্ণনগরে কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকানোর দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালীগঞ্জের কৃষ্ণনগরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত অলির রহমান (৩৮) নামের একজন আম ব্যবসায়ীকে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী অভিযানে কৃষ্ণনগর বাজারের রওশান আলী কাগুচি দোকান ঘর থেকে ২৬ ক্যারেট গোবিন্দভোগ আম জব্দ করেন। এ সময় তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে দোকানের মালিক আম ব্যবসায়ী অলির রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দ করা আমগুলো চেয়ারম্যানের কার্যলয়ে রেখে যান। 

এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, পাকা আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় রাসায়নিক দিয়ে আম পাকাচ্ছেন। এই আমগুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। এসব বিষাক্ত আম ব্যবসায়ীরা বিক্রি ও ঢাকায় পাঠাচ্ছেন। এসব আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১