হোম > সারা দেশ > মাগুরা

পক্ষাঘাতে ৭ বছর ধরে শয্যাশায়ী, প্রাণ গেল আগুনে পুড়ে

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরা শালিখায় বসতঘরে অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়ায় (কালিগঞ্জ রোডে) এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন কর্মকার (৪০)। তিনি ওই এলাকার মৃত দিলীপ কর্মকারের ছেলে। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে সাত বছর ধরে শয্যাশায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় কুমার আজকের পত্রিকাকে জানান, সুমনকে তাঁর মা সেবাযত্ন করতেন। সকালে তাঁদের ঘরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যে সুমনের মা অসুস্থ হয়ে পড়লে তিনি আর ঘরে থাকা ছেলের কথা কাউকে বলতে পারেননি। পরে আগুনের বিস্তার বেড়ে গেলে শালিখা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে সুমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে প্যারালাইসিসের রোগী সুমন আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। তাঁদের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সুমনের লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হতে পারে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ