হোম > সারা দেশ > বাগেরহাট

পরিচয়পত্র ছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

বাগেরহাট প্রতিনিধি

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখের নেই পরিচয়পত্র। কেন্দ্রের ভোট কক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয়পত্র ছিল না। বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউপি নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ওই কেন্দ্রে প্রবেশের সময় সংবাদকর্মীদের বাঁধা দেন মিজানুর রহমান। এ সময় সংবাদকর্মীরা তাঁর পরিচয় জানতে চাইলে নিজেকে প্রিজাইডিং অফিসার বলে পরিচয় দেন। কিন্তু তখন তাঁর কাছে প্রিজাইডিং অফিসার হিসেবে রিটার্নিং কর্মকর্তা থেকে দেওয়া কোন পরিচয়পত্র ছিল না। সংবাদকর্মীরা তাঁর পরিচয়পত্র চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে আরও বেশি রূঢ় আচরণ করেন। একপর্যায়ে তিনি নিজের কক্ষে প্রবেশ করেন। কক্ষে থাকা একটি আলমারি থেকে সাদা পরিচয়পত্র বের করেন। নিজ হাতে ফাঁকা পরিচয়পত্রে নিজের নাম ঠিকানা লেখেন। ওই ফাঁকা পরিচয়পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল স্বাক্ষরও ছিল না। 

সীল-স্বাক্ষর ছাড়া সাদা পরিচয়পত্র কেন, জানতে চাইলে একপর্যায়ে সাংবাদিকদের কাছে তিনি ক্ষমা চান। পরে এই কেন্দ্রের খোঁজ নিয়ে দেখা যায়, ভোটকক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয়পত্র ছিল না। 

পরিচয়পত্র না থাকার কথা স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখ বলেন, সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয়পত্র দিতে পারিনি। আপনারা এসব নিয়ে কথা বইলেন না। 

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয়পত্র না থাকার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মো. মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা। 

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা