হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে নির্বাচনী সহিংসতায় আহত ৪

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট) 

বাগেরহাটের চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। এ সময় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।

রোববার বিকেলে উপজেলার বারাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের খবরে এ দিন সন্ধ্যায় সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাশেদ পুকুলের নেতৃত্বে কয়েক হাজার কর্মী নৌকার পক্ষে মিছিল বের করেন। 

নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ বলেন, রোববার বিকেলে বারাশিয়া বাজারে আমার নির্বাচনী অফিসে কর্মী-সমর্থকেরা বসেছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী মো. সাহেব আলী ফরাজীর লোকজন আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাঁরা আমার দুই কর্মীকে মারধর করে সিদ্দিক মোল্লা (২৮) ও তুহিন শেখকে (২২) আহত করে। 

স্বতন্ত্র প্রার্থী মো. সাহেব আলী ফরাজী বলেন, নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের প্রশ্নই ওঠে না। আমার কিছু লোকজন আনারসের লিফলেট বিতরণ করতে গেলে মো. নিজাম উদ্দিন শেখের কর্মীরা মারপিট করে। তাঁদের মারপিটে আমার কর্মী জাহাঙ্গীর হোসেন ফরাজী (৪২) ও জুয়েল শেখ (২১) আহত হয়েছেন। 

চিতলমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান জানান, আহতদের মধ্যে সিদ্দিক মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা