হোম > সারা দেশ > মাগুরা

মহম্মদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের বাধায় নির্মাণকাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসাইন। তিনি বলেন, ‘নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করায় আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় ভালোমানের নির্মাণসামগ্রী আনলে সেটা দেখে কাজ শুরু করা হবে।’

উপজেলা এলজিইডির কার্যালয় থেকে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বঙ্গেশ্বর গ্রামের মোজাম মোল্যার মোড় থেকে দীঘা জোড়া ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ হচ্ছে। খুলনা বিভাগীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণের বাজেট পাস করা হয়। নির্মাণকাজের চুক্তিমূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। নির্মাণকাজ বাস্তবায়নে রয়েছে এলজিইডি বিভাগ এবং মাগুরা রহিমা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদ থেকে ধুলজুড়ী বাজার হয়ে বঙ্গেশ্বর গ্রামের মোজাম মোল্লার মোড় পর্যন্ত সড়ক নির্মাণে ট্রাক দিয়ে ইট এনে রাস্তার কাজ করা হচ্ছে। এ সময় স্থানীয় বাসিন্দা আলতাব শেখ, মুজিবর রহমান, মঞ্জুর ফকিরসহ এলাকার লোকজন সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের ইট দিয়ে কাজ করতে বাধা দেন। ঠিকাদারের ব্যবহৃত নিম্নমানের ইট রাস্তা থেকে তুলে ফেলে দেন তাঁরা।

বঙ্গেশ্বর গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হক বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য যে মানের ইট দেওয়ার কথা, ঠিকাদার তা দিচ্ছেন না। ফলে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়।’

ঠিকাদার মকবুল হোসেন মাকুল বলেন, ‘ওই রাস্তায় আগে ইট বিছানো ছিল। ওই ইট উঠিয়ে ভেঙে খোয়া তৈরি করে সেই খোয়া রাস্তায় ব্যবহার করার কথা। স্থানীয় একটি ভাটা থেকে ইট আনা হয়েছে, এর মধ্যে ভাটা কর্তৃপক্ষ কিছু খারাপ ইট দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। খারাপ ইট তুলে ভালো ইট দিয়ে কাজ করা হবে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার