হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ডের লিফলেট বিতরণ

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ডের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোন নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীর তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে এ বাহিনী।

হারুন-অর-রশীদ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা ও সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ ঘাটসমূহে জননিরাপত্তা দেওয়ার লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযানসমূহে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

হারুন-অর-রশীদ আরও বলেন, দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে, সে জন্য সদা তৎপর রয়েছেন কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। ফলে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্ট গার্ডের কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা-পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এই কার্যক্রম চলমান থাকবে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা