হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ১ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন। 

দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন। 

ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। 
 
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার