গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসপিয়া জাহান রিতুর স্বপ্ন ছিল বিজ্ঞানী হবেন, স্কলারশিপ নিয়ে বিদেশে যাবেন। পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবেন। কিন্তু তার সেই স্বপ্ন লেকের জলে ডুবে গেছে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে সাঁতার না জানা সহপাঠী মাবাশ্বেরা তানজুম হিয়াকে ডুবতে দেখে রিতু তাঁকে বাঁচাতে যান। তাতে দুজনই পানিতে ডুবে মারা যান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
তাসপিয়া জাহান রিতু চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের শেখ আবদুর রবের মেয়ে। তাঁর বাবা আবদুর রব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
রিতু দুই বোনের মধ্যে বড়। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামে নানা ইবারাত আলী মোল্লার বাড়িতে বড় হয়েছেন তিনি। ইবারাত আলী মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেধাবী রিতুকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে সে আমাদের এখানে থেকে পড়াশোনা করে। নিজের হাতে আজ নাতনির কবর দিতে হলো এই মাটিতে।’
আজ বুধবার সকাল ৯টায় মাসকাটা ঈদগাহ ময়দানে জানাজা শেষে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে রিতুর লাশ দাফন করা হয়। রিতুর মৃত্যুতে তাঁর নানাবাড়িতে চলছে মাতম। ঘটনার পর থেকে তাঁর বাবা শেখ আবদুর রব ও মা রুপা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন।
রিতুর মৃত্যুতে মাসকাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আজ বুধবার সকালে রিতুর নানাবাড়িতে আসেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোবারক হোসেন, প্রক্টর ড. মো. কামরুজ্জামান। এ সময় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।