হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে মেছো বিড়াল ও শাবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বিড়াল ও শাবক আটক করেছেন গ্রামবাসী। গতকাল রোববার রাতে ফাঁদ পেতে আটক করা হয়। এর আগে একটি বাচ্চাও আটক করেন তাঁরা। এ ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ মেছো বিড়াল ও শাবককে এক নজর দেখতে ভিড় করেন। 

এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর মাঠের পাশে অদ্ভুত ডাকাডাকির শব্দ শোনা যায়। রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের কাঠের ঘরে একটি মেছো বিড়ালের শাবক পাওয়া যায়। পরে কেউ যেন ক্ষতি করতে না পারে এ কারণে শাবকটিকে নিরাপদে তাঁর বাড়িতে রাখা হয়। 

সোলাইমান মোল্লা বলেন, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবকটি আরও বেশি ডাকাডাকি করতে থাকে। পরে রাতে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রাখা হয়। গভীর রাতে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী এক সঙ্গে গিয়ে দেখি বিশাল একটি মেছো বিড়াল আটকা পড়েছে। পরে প্রশাসনের লোকদের জানানো হয়েছে। 

হরিণাকুণ্ডু বন বিভাগের কর্মকর্তা (নার্সারি বিভাগ) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। তাঁরা শাবকসহ মা মেছো বিড়ালটি খাঁচায় আটকে রেখেছিল। এগুলো উদ্ধার করে একটি নির্জন জায়গা অবমুক্ত করা হবে। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১