হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে প্রতিবেশীদের হামলায় ২ ভাই নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ বুধবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫)। তাঁরা ওই এলাকার মৃত রমজান গাইনের ছেলে। গুরুতর আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নজরুল ও হামিদ মণ্ডলের ভাতিজা সুজন ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা হামলা করেছে, তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ রয়েছে। আমরা আওয়ামী লীগ সমর্থন করি, আর প্রতিপক্ষের লোকজন বিএনপি করে। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এই হামলা হয়নি।’

সুজন ইসলাম বলেন, আজ বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন ৮-১০ জন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার