হোম > সারা দেশ > বাগেরহাট

মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে প্রীতি সাহা (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কাঠালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রীতি সাহা চুলকাঠি এলাকার রঞ্জন সাহার মেয়ে। সে ভট্টকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, প্রীতি সাহা গত ১৫ এপ্রিল (শনিবার) নিজ বাড়ি চুলকাঠি থেকে মামাবাড়ি কাঠালিডাঙ্গা গ্রামে বেড়াতে আসে। শুক্রবার দুপুর ১টার দিকে কাঠালিডাঙ্গা গ্রামে দুই শিশুর সঙ্গে প্রীতি সাহা পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় শিশুটি পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্বজনেরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাইসীন আব্দুল্লাহ জানান, ওই শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনেরা। সে পানিতে ডুবে মারা গেছেন বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার