হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের চার সমর্থকের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব রোডের একটি স্টুডিও থেকে এই চারজনকে আটক করে পুলিশ। পরে চারজনসহ ১৪ জনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব রোডের একটি স্টুডিওতে বসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ইস্যুকে কেন্দ্র করে সরকার উৎখাতে নাশকতার পরিকল্পনা করছিলেন বিএনপি-জামায়াত সমর্থিত একদল লোক। এ সময় গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান (২১) মো. আল আমিন হোসেন (৪০), মো. আব্বাস শেখ (২৯) ও মো. শুকুর শেখকে (৫০) আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় ওই দোকান থেকে পুলিশ কিছু ইসলামিক বই, লাঠি, লোহার রড, পেট্রল ও গ্যাস লাইট উদ্ধার করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে মোংলা থানার উপপরিদর্শক মো. জুয়েল বাদী হয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন।’ এ ছাড়া মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানা গেছে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাকি আসামিরা হচ্ছেন-জাহিদুল ইসলাম সুমন, আব্দুল মান্নান হাওলাদার, মোস্তাইন সরদার, ইলিয়াস ফকির, ইয়াসিন খাঁন, রশিদ খাঁন, মাহমুদ রিয়াদ, শোভন মোল্লা ও সফরুল হায়দার সুজন। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা