হোম > সারা দেশ > বাগেরহাট

পূর্ব সুন্দরবনে ট্রলার-নৌকাসহ ১০ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

শরণখোলা পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের হাতে আটক ১০ জেলে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলা পূর্ব সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় দুটি ট্রলার, নৌকা, কীটনাশকসহ বিপুল মাছ ধরার জাল জব্দ করা হয়। আজ সোমবার আটক জেলেদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ও আজ সোমবার দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খালে এই অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার বড় ভ্যাদাখালি ও মেহের আলী খাল থেকে দুটি ট্রলারসহ আট জেলেকে আটক করে।

আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। এ সময় বনরক্ষীরা জেলেদের কাছ থেকে ১১ বোতল কীটনাশক, বিপুল মাছ ধরার জাল, ৬৫০টি বড়শিসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে।

আটক জেলেরা হচ্ছেন সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭) ও আলী হাসান (৩৬)। তাঁদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।

অপরদিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গতকাল দিবাগত ভোররাতে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড়জাল।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে বন মামলা করা হয়েছে। আজ দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা