হোম > সারা দেশ > ঝিনাইদহ

কানে হেডফোন দিয়ে চালাচ্ছিলেন ট্রলি, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাটিবাহী ট্রলি দুমড়েমুচড়ে চালক নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, কানে হেডফোন থাকায় চালক অসাবধানতাবশত এ দুর্ঘটনার শিকার হন।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাবদারপুর রেলস্টেশনের কাছে সোয়াদি রেলগেটে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ভোলা হোসেন (১৯)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

সাবদারপুরের স্টেশনমাস্টার গোলাম রসুল নয়ন বলেন, ওই সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশন ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রলিচালক ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন বলেন, ‘ওই সময় আমি রেলগেট পার হচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই ট্রেনের সঙ্গে ট্রলির সংঘর্ষ ঘটে। ট্রলিচালক ভোমরাডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ইটভাটায় যাচ্ছিল।’

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা যশোর রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই চালক কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল। এতে সে অসাবধান হয়ে পড়ে, আর এ ঘটনা ঘটে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা