হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় কম্বিং অপারেশনে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় কম্বিং অপারেশন চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ শুক্রবার পশুর নদীর বানীশান্তা, বাজুয়া, দিগরাজ ও শেলাবুনিয়া এলাকা থেকে এ অবৈধ জাল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। সহযোগিতা করেন দিগরাজ নৌ-ঘাঁটির নৌ বাহিনীর সদস্যরা। অভিযান শেষে জব্দ করা নেট (মশারি জাল) জাল ফেরিঘাট সংলগ্ন মোংলা নদীর তীরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশে জানুয়ারিতে শুরু করা তৃতীয় ধাপের কম্বিং অপারেশন চলবে পুরো ফেব্রুয়ারি মাস। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মৎস্য ও জলজ প্রাণী সম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হচ্ছে। এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। সে সময়ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ অভিযান ও অবৈধ নেট জালের ব্যবহার বন্ধে জেলে ও জনসাধারণকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতন করা হয়েছে। কিন্তু তাঁরা তা না মেনে অবৈধভাবে মাছ শিকারে লিপ্ত রয়েছেন। ফলে, অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার