হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ নিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকেও আটক করেছে পুলিশ।’ 

আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। 

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে শহরের পুরোনো বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নিয়েছিলেন নেতা-কর্মীরা। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার