হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ নিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকেও আটক করেছে পুলিশ।’ 

আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। 

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে শহরের পুরোনো বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নিয়েছিলেন নেতা-কর্মীরা। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা