হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ নিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকেও আটক করেছে পুলিশ।’ 

আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। 

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে শহরের পুরোনো বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নিয়েছিলেন নেতা-কর্মীরা। 

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার