শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মায়ের বুকের দুধ পানের সময় শ্বাসনালিতে আটকে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগরের তারানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশু ওই গ্রামের নাসিম হোসেন ও রত্না বেগম দম্পতির ছেলে।
শিশুর দাদা মো. আক্তার হোসেন বলেন, রোববার রাত ১২টার দিকে আমার নাতি কান্না শুরু করে। এ সময় তার মা বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে যায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।