হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ, নেই ভোটার উপস্থিতি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ৯টা পর্যন্ত ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৬৬ জন। ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। শুধু এই কেন্দ্রে নয়, উপজেলার অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। 

জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু ও মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল আজাদ বলেন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এরই মধ্যে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন। এক ঘণ্টায় ১০ বুথে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার