হোম > সারা দেশ > বাগেরহাট

৬৬০ টন কয়লাসহ দুটি লাইটার জব্দ, ৩৭ চোরাকারবারি আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে পাচার হওয়ার সময় ৬৬০ টন কয়লাসহ দুটি লাইটার জাহাজ জব্দ করেছে কোস্টগার্ড। সেই সঙ্গে কয়লা চুরির সঙ্গে জড়িত ৩৭ চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

আজ রোববার সকালে পশুর চ্যানেলের বটিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহম্মেদ। 

জব্দকৃত লাইটার দুটি হলো—এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহৃত ট্রলার তানজিলা-২। 

কোস্টগার্ড বলছে, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চুরি করে যশোরের নওয়াপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল জাহাজ দুটি। এ সময় সেখানে ৬৬০ টন কয়লা ছিল। 

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চুরি করে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে। লাইটার দুটি জব্দ করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কয়লাগুলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা নয়। অন্য কোনো ব্যবসায়ী বাণিজ্যিক কাজে আমদানি করেছিল।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা