হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে হরিণের চামড়া-মাথা জব্দ, আটক ২ শিকারি কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে হরিণের চামড়া-মাথাসহ আটক ২ শিকারি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন থেকে হরিণের চামড়া-মাথাসহ আটক দুই শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মণ্ডল এই আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার বন বিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

আসামিরা হলেন মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন (৩৩) ও একই এলাকার আক্কাছ শেখের ছেলে আ. রহিম (২১)।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করেন।

ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি চারু ও একটি সোলার প্যানেল জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের পাশে গাছে ঝোলানো অবস্থায় একটি হরিণের চামড়া ও তিনটি শিংওয়ালা মাথাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা জব্দ করেছি। আটক দুজনের বিরুদ্ধে মামলা করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

রেজাউল করিম আরও বলেন, ‘গত ১৫ দিনে ১০০ কেজি ফাঁদ ও ৫২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকার বন্ধে বন বিভাগ টহল জোরদারের পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে।

হরিণ শিকারকে নিরুৎসাহিত করতে আমরা বনজীবীদের প্রণোদনার ব্যবস্থা করেছি। কোনো বনজীবী যদি এক কেজি হরিণ শিকারের ফাঁদ ধরিয়ে দিতে পারে, তাহলে আমরা তাকে ২ হাজার টাকা প্রণোদনা দিচ্ছি।’ সুন্দরবন ও বন্য প্রাণী রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা