হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে প্রবাসীকে কুপিয়ে জখম: ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে প্রবাসফেরত মন্টু গাজীসহ তাঁর পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৩১) ও গোলাম মোস্তফাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করার পর গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের আল মামুন ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর সহযোগী গোলাম মোস্তফা একই এলাকার বাসিন্দা। আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মন্টু, ইস্রাফিল, শামিম ও মোখলেছুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মন্টুর বাবা নুরুজ্জামান গাজী বলেন, গত বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল গফুরের বাড়ির সামনে দলবল নিয়ে ইতালি-ফেরত মন্টুকে কুপিয়ে আহত করেন মামুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে মামুন ও তাঁর লোকজন তাঁদের ওপরও চড়াও হন। এ সময় দায়ের আঘাতে ইস্রাফিল, শামিম ও মোকলেছুর আহত হন। ঘটনার রাতেই তিনি যুবলীগ সভাপতি মামুনসহ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তিনি দাবি করেন, এলাকায় চাঁদাবাজি, চিংড়িঘের দখলসহ কমিটি দেওয়ার নামে অর্থ আদায়ের মতো অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ থানায় মামলা করা হলে দুজনকে গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা