হোম > সারা দেশ > বাগেরহাট

কালবৈশাখীতে শরণখোলায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় আকস্মিক কালবৈশাখীতে কয়েকটি গ্রামে ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মাত্র পাঁচ মিনিটের এ ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিনটি গ্রামের বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দুটি টিনশেড ঘরের চাল উড়ে গেছে। রায়েন্দা গ্রামের আবুল খানের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে একই গ্রামের পুলক হালদারের বসতঘর এবং দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বেলায়েত মাস্টারের দুটি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক ঝড়ে ওই তিন গ্রামের কমপক্ষে ১০টি বসতঘর এবং শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। 

সাউথখালী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ওপর দিয়ে বেলা ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী বয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ঘরসহ কয়েকটি কাঁচাঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কী পরিমাণ ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা