হোম > সারা দেশ > সাতক্ষীরা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেপ্তার 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন কলারোয়া পৌরসভার বাসিন্দা।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, গোপন সংবাদ পান রিপন গ্রেপ্তার এড়াতে তাঁর নিজের বাড়ির শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে সুড়ঙ্গ তৈরি করে থাকতেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার ওপর একটি বাস রাস্তার ওপর আড় করে দিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়। এ মামলায় গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, রিপন হোসেনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ৪৪ জন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেন একই আদালত। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা