হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনের টহল ফাঁড়িতে দুর্বৃত্তদের হামলা, মালামাল লুট

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহল ফাঁড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে মুখোশধারী চার-পাঁচজন দুর্বৃত্ত এ হামলা চালায়। 

এ সময় তারা বনকর্মীদের মারধর করে ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

বন বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার রাতের খাওয়া শেষে এক দফা টহল দিয়ে টহল ফাঁড়িতে থাকা বনকর্মীরা ঘুমাতে যায়। এ সময় মুখোশে মুখ ঢাকা চার-পাঁচজন দুর্বৃত্ত টহল ফাঁড়ির দুই তলায় উঠে বনকর্মীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হাতে থাকা রামদা দেখিয়ে টহল ফাঁড়িতে থাকা তিনটি ল্যাপটপ ও বনকর্মীদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। প্রায় ২০ মিনিটের তাণ্ডব চালিয়ে বনের দিকে চলে যায়। 

টহল ফাঁড়ির ইনচার্জ সজল কুমার জানান, সুন্দরবনে কোনো বনদস্যু নেই। অবৈধভাবে বনে ঢুকতে না পারা লোকজন হয়তো বা হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শ্যামনগর থানার কার্যক্রম চলমান না থাকায় তারা বিষয়টি পুলিশকে অবহিত করতে পারেনি।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার