হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে শতবর্ষী বারুণী মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী বারুণী স্নান ও মহামেলা শুরু হয়েছে। আজ সোমবার উপজেলার লক্ষ্মীখালী শ্রীশ্রী হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়িতে এই অনুষ্ঠান শুরু হয়। 

বাংলাদেশে ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার মো. কে এম আরিফুল হক, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ গণ্যমান্য ব্যক্তিরা এই মেলা পরিদর্শন করেন। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ১০১তম জন্মদিন উপলক্ষে বাংলা ১৩২৮ সন থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীখালী গ্রামে গোপাল সাধুর লীলাধামে এই মেলা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামে পরিচিত। সেই মেলা উপলক্ষে আজ ভোর থেকেই দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক মহা মিলনমেলায় পরিণত হয় হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়ি। 

শ্রীশ্রী হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়ির দপ্তর সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারত, ভুটান ও নেপাল থেকে আমাদের এ মেলায় ভক্তরা আসেন। ইহজাগতিক পাপমোচন ও ধর্মীয় সম্প্রীতি বাড়াতে তাঁরা এখানে আসেন।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা