হোম > সারা দেশ > ঝিনাইদহ

অনলাইন গেমে ৪ লাখ টাকা হারিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অনলাইন গেমে আসক্ত হয়ে ৬ মাসে ৪ লাখ টাকা। এরপর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মতিয়ার রহমান নয়ন (২২) নামের এক যুবক। বর্তমানে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এর আগে গতকাল রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কোটচাঁদপুরে ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নয়ন কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোস্তফা কামালের ছেলে। 

মতিয়ার রহমান (নয়নের) চাচা বিল্লাল হোসেন বলেন, ‘নয়ন ফুলবাড়ি গ্রামে বেতনে ইন্টারনেট লাইনে কাজ করে। আর বাকি সময় বাড়ির পাশের মাঠে গিয়ে মগ্ন থাকত মোবাইলে। তবে কী করতেন জানতাম না। বিষ খাওয়ার পর জানতে পারলাম অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকত সব সময়।’ 

বিল্লাল হোসেন বলেন, ‘গেল ৪ মাসে নয়ন তাঁর মায়ের কাছ থেকে ৪ লাখ টাকার মতো নিয়েছে। রোববার সকালে সর্বশেষ ৭ হাজার টাকা নেয়। এরপর তা মোবাইলে ভরে চলে যায় মাঠে। কিছুক্ষণ পর জানতে পারি সে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে নয়ন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কমল পাল সাগর বলেন, ‘সকালে রাউন্ডের সময় নয়ন নামের রোগীকে আমি দেখেছি। সে ঘাস পোড়া বিষ খেয়েছে। এতে করে মুখের ভেতর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসা চলছে। তবে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।’ 

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার