হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণসহ ২ লাখ টাকা চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়।

চুরির শিকার আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ধুলিহর বাজারে তাঁর একটি ওষুধের ফার্মেসি রয়েছে। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল হাসান জানান, চোরেরা রাতের কোনো একসময়ে বাড়ির ছাদ বেয়ে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে রাখা নগদ দুই লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, জমির দলিল, চেক বইয়ের পাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম বলেন, ‘ভাই ও ভাবি সকালে সুস্থ থাকলেও পরে তারা দুজনই অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা