হোম > সারা দেশ > ঝিনাইদহ

সকালে টিকা নিয়ে রাতে স্কুলছাত্রীর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরের দোরা গ্রামে সকালে টিকা নিয়ে রাতে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। মৃত ওই স্কুল ছাত্রীর নাম ফারাজানা আক্তার বিন্দু (১৫)। গতকাল সোমবার রাতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকেরা বলছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

মৃত স্কুলছাত্রীর বাবা নুর ইসলাম জানান, সোমবার সকালে তাঁর মেয়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা দিতে যায়। টিকা দিয়ে আসার পর ওই দিন সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করতে থাকে। রাত ১১টার সময় অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয় পল্লি চিকিৎসক শাহাজান আলীকে ডাকা হয়। ওই চিকিৎসক এসে একটা ইনজেকশন পুশ করেন। পরে অবস্থা বেগতিক দেখে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। এ অবস্থায় দ্রুত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রমিজ উদ্দিন তপু।

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে সোমবার সকালে সে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছিল। আশঙ্কা করা হচ্ছিল, সে কারণে তার মৃত্যু হয়ে থাকতে। তবে মৃতের অবস্থা ও ঘটনা শুনে ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায়, সে ধরনের কোনো অবস্থা বোঝা যায়নি।’

এদিকে টিকা নিয়ে মৃত্যুর খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে দ্রুত ছুটে আসেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন। 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে যাই। চিকিৎসক তাকে স্বাভাবিক মৃত বলে ঘোষণা দেন। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা