হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৮ নৌকাসহ ২৩ জেলে গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে কাঁকড়া ও মাছ শিকারের অভিযোগে ২৩ জেলে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় আটটি নৌকাসহ মাছ, কাঁকড়াসহ শিকার কাজে ব্যবহৃত আটল ও জাল জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী ও সাপখালী থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক স্টেশন অফিসের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার আব্দুস সবুর, আনারুল ইসলাম, ইমাইল হোসেন, রবিউল ইসলাম, গোলাম সরদার, মো. জহুর আলী, আবুল হোসেন, নুরুজ্জামান গাজী, আসলাম ফারুক, মো. আনারুল, মো. আবুল বাসার, আবুল হোসেন মোড়ল, মোস্তফা গাজী, মো. রমজান আলী, মনজুর গাজী, আবুল কাশেম গাজী, রঞ্জন গাইন, তষার গাইন, শশাধর রপ্তান, জাহাঙ্গীর হোসেন, জামাল, খুলনার কয়রা উপজেলার বায়েজিদ হোসেন ও তাইজুল ইসলাম। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, নোটাবেঁকী অভয়ারণ্যের রায়মঙ্গল নদী থেকে গতকাল রাতে ১৯ জনকে আটক করা হয়। এ সময় পাঁচটি কাঁকড়া ও একটি মাছ শিকারের নৌকা জব্দ করা হয়। এ ছাড়া এদিন বিকেলে অপর একটি অভিযানে সাপখালী অভয়ারণ্য থেকে চার কাঁকড়া শিকারিকে আটক করা হয়। 

এই কর্মকর্তা আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় দুটি নৌকাসহ ৫০ কোজি সমপরিমাণ কাঁকড়া জব্দ করা হয়।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা