হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় সাপ্লাই পানির প্ল্যান্ট উদ্বোধন ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি অফিস সংলগ্ন এলাকায় বুধবার পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানির প্ল্যান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বুধবার (১২ জুন) ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় ভূমি অফিস-সংলগ্ন এলাকায় এই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়।

দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা। কাজের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৮ জুন।

প্ল্যান্ট উদ্বোধনের পর পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্যসচিব তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল হাসান, উপসচিব আকবার হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সচিবের একান্ত সহকারী মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ডাকসু নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সঞ্জয় মণ্ডল, কালীগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য উপপ্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা