হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গতকাল শনিবার ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। এর পর ওই মিষ্টি কুমড়া কেটে বিক্রি ও বিতরণ করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করেন, কুমড়াটি ভোলাছোলা গ্রামে উৎপাদিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে সংবাদকর্মী ও সাধারণ মানুষ দলে দলে কুমড়া ও কৃষকের সন্ধানে ছুটে আসেন। তবে স্থানীয় বাসিন্দা ক্যাজহ্লা মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকা থেকে মাইজভান্ডার দরবারের গত শনিবার ভক্তরা গেলে সেখানে একদল ভক্ত এটি বিক্রি করতে চান। ওই সময় তাঁরা আরও জানান, বিক্রমপুর থেকে আসা একদল ভক্ত মিষ্টি কুমড়াটি ছদকা দেন। পরে এখানকার ভক্তরা ১৮০০ টাকা দিয়ে কুমড়াটি কিনে নিয়ে আসেন।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আসা এক সংবাদকর্মী জানান, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যে জানতে পারি ৬৬ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি পাহাড়ি জনপদে উৎপাদিত হয়েছে। ফলে এ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছুটে আসা। আসলে এটি পাহাড়ের নয়, বরং বিক্রমপুরের মিষ্টি কুমড়া।’

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার