হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্তে ‘পুশ ইন’ রোধে বিজিবির বিশেষ সতর্কতা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে পুশ ইন, গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘দেশে কোরবানির পশুর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হোন, এ জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু যেন ঢুকতে না পারে, সে লক্ষ্যে সব বিওপিতে সর্বোচ্চ সতর্ক অবস্থান জারি করা হয়েছে।’

এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপদভাবে ঈদ উদ্‌যাপন এবং ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবে। সীমান্ত দিয়ে পুশ ইন রোধে রামগড় ব্যাটালিয়ন সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বিএসএফ কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইন করার অপচেষ্টার প্রতিবাদে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি