হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির তিন সীমান্ত দিয়ে ৮১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে আজ বুধবার ৮১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলেছে, এই জেলার তিন উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ৮১ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার ভোরে মাটিরাঙ্গা, রামগড় ও পানছড়ি উপজেলার সীমান্তে এসব ঘটনা ঘটে। এর মধ্যে মাটিরাঙ্গার গোমতীর শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন, পানছড়ির লোগাং দিয়ে ৩০ জন এবং রামগড় সীমান্ত দিয়ে একজনকে পুশ ইন করা হয়। তারা সবাই ভারতের গুজরাটের মুসলিম সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু। পুশ ইন করা ব্যক্তির সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা স্থানীয়দের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের গুজরাটের বাসিন্দা। বাংলা ভাষাভাষী হলেও তাঁদের জন্ম ও বেড়ে ওঠা ভারতে। তাঁদের দাবি, বিএসএফ সদস্যরা তাঁদের গুজরাট থেকে উড়োজাহাজে করে ত্রিপুরায় নেন। এরপর মাটিরাঙ্গার খেদাছড়া ও যামিনীপাড়া এবং পানছড়ির সীমান্তবর্তী রুপসেনপাড়া এলাকা দিয়ে তাঁদের পুশ ইন করে।

জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’

সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানীয় বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি উড়োজাহাজে করে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে পুশ ইন করা হবে। ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোরে ত্রিপুরার আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের পুশ ইনের চেষ্টা করেছেন। এর আগে চোখ বেঁধে প্রায় এক ঘণ্টা হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে আনে বিএসএফ।

পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বলেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক আছেন বিজিবি সদস্যরা। তবে পুশ ইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, রামগড় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ৭২ জন ভারতীয় নাগরিকের অবৈধভাবে পুশ ইন হওয়ার খবর পেয়েছি। বিজিবি বিষয়টি খুব সতর্কতার সঙ্গে দেখছে বিষয়টি।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ