হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক গৃহবধূকে (৩২) গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার পণ্ডিতপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) এবং বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের কয়েক যুবক তাদের পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। 

ওসি আলমগীর জাহান বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকারও করেছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। 

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন