হোম > সারা দেশ > জয়পুরহাট

স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

জয়পুরহাট প্রতিনিধি

শিবসমুদ্র সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মি আখতার অভিযোগ করে জানান, শিবসমুদ্র গ্রামের আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম স্কুলের জমিতে জোরপূর্বক ঘর তুলেছেন। বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান দাগ নম্বর ১১৬৯ ও ১২৭০, খতিয়ান নম্বর ৩৭, আরএস খতিয়ান ১৫৪।

এ ঘটনায় প্রধান শিক্ষিকা সীমানা নির্ধারণের জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেন। ওই আবেদনের পরপরই ইউএনও একটি কমিটি গঠন করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সীমানা নির্ধারণ করে।

এরপর শিক্ষিকা শ্রমিক নিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করলে, আনোয়ার ও সাইফুল বাধা দেন। তাঁরা শিক্ষকদের ভয়ভীতিও দেখান। এরপর তাঁরা স্কুলের জায়গায় ইট, বালু, সিমেন্ট এনে স্থায়ী ঘর তৈরি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার ও সাইফুল দাবি করেন, ওই জায়গার মালিক তাঁরাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের জমি দখলের সুযোগ নেই। আইনি ব্যবস্থার মাধ্যমে জমি ফেরত আনা হবে।’

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী