হোম > সারা দেশ > জয়পুরহাট

যে প্রতিষ্ঠানে শতভাগ ফেল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

একটি দাখিল মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর জানা গেল, ওই মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসার মোট ২৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৮২ জন পাস করেছে। অন্যরা অকৃতকার্য হয়েছে। এই উপজেলায় ২৯ দশমিক ৯৩ শতাংশ মাদ্রাসাশিক্ষার্থী পাস করেছে।

জানতে চাইলে গণিপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেন, ‘এমন রহস্যজনক ফল এর আগে কোনোবার হয়নি। পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাঁরা সবাই ফেল করেছে। কীভাবে এমনটি ঘটেছে, আমার জানা নেই। পরে ফল যাচাই করতে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, এবার গণিপুর দাখিল মাদ্রাসার পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেন কেউ পাস করতে পারল না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠানে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘শতভাগ অকৃতকার্য ফলাফলের বিষয়ে ওই প্রতিষ্ঠানের সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বসা হবে। সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী

জয়পুরহাটে চাতালের হাউসে পড়ে প্রাণ গেল শিশুর

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

এনজিওর বিরুদ্ধে ৫০ শিক্ষকের জামানত ও বেতন আটকে রাখার অভিযোগ

‘এনসিপির কার্যক্রম বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক’ বলে জয়পুরহাটের প্রধান সমন্বয়কের পদত্যাগ