হোম > সারা দেশ > জয়পুরহাট

রাস্তা নয়, যেন মরণফাঁদ

রাব্বিউল হাসান, কালাই (জয়পুরহাট)

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হাট থেকে পাঁচটি গ্রামে যাওয়ার মূল পাঁচ কিলোমিটার রাস্তার একটি কালভার্ট ভেঙে যাওয়ায় এবং অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যেন মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। অথচ এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়া সড়কটিতে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পুরোনো কালভার্টটি ভেঙে পড়ে গেছে। কালভার্টের অনেকাংশে ঢালাই নেই। ঢালাই পড়ে যাওয়ায় খালি জায়গায় শুধু রড দৃশ্যমান। এ ছাড়া রাস্তার অনেক স্থানে পিচ, বিটুমিন, পাথর, খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, পুনট হাট ব্রিটিশ আমলের হওয়ায় পুনট ইউনিয়নের মানুষ ছাড়াও উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের মানুষের প্রধান সংযোগ সড়ক এটি। এই হাটে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা, দুটি কওমি মাদ্রাসা এবং একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ।

মোটরসাইকেল আরোহী সুজন আহম্মেদ বলেন, `পুনট হাটে আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়। কিছুদিন আগে রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় রাস্তার গর্তের কারণে দুর্ঘটনা হয়। অল্পের জন্য বেঁচে গেছি।'

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কালভার্টের অনুমোদন হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে। এ ছাড়া রাস্তার গর্ত খোয়া ও বালু দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 

কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভেঙে যাওয়া কালভার্ট ও রাস্তার গর্ত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। 

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাজসেবা কার্যালয়ে কর্মচারীর ঝুলন্ত লাশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

চাপ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি পড়া নিয়ে হুলুস্থুল, অতঃপর যা জানা গেল

নবান্নে জমে উঠেছে কালাইয়ের মাছের মেলা

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী